Sunday, February 16, 2025
Government JobsAll Jobs

JOCL Job Circular 2025 | যমুনা অয়েল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

JOCL Job Circular 2025, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড চাকরি প্রাথীদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আপনি যদি  যমুনা অয়েল কোম্পানি লিমিটেড নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫ খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা আমাদের ওয়েবসাইটে নিয়মিত চলমান চাকরির বিজ্ঞপ্তি সমূহ প্রকাশ করে থাকি । আপনি যদি উক্ত চাকরির  জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে  আবেদন করতে পারেন ।  আমরা নিচে এই চাকরি  সম্পর্কিত  সকল তথ্য বিস্তারিত ভাবে তুলে ধরেছি। আপনি যদি তা ভালো ভাবে পড়েন তাহলে সহজেই আবেদন করতে পারেন, ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন  চাকরির তথ্য  পেতে ভিজিট করুন  –  BD Govt Job Info 

JOCL About Organization

সংস্থা সম্পর্কে কিছু তথ্য

যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ১৯৭২ সালে বাংলাদেশ ন্যাশনাল অয়েল হিসাবে নামকরণ করা হয় এটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি সহযোগী সংস্থা যা জাতীয়ভাবে অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিন, ফার্নেস অয়েল, বাংলাদেশে বিটুমিন এবং লুব্রিকেন্ট ইত্যাদি বাজারজাতকরণ করে ১৯৭৫ সালে, এটি নাম পরিবর্তন করে যমুনা নদীর নামানুসারে এর নামকরণ করা হয় যমুনা অয়েল কোম্পানি (JOCL)। এটির সদর দপ্তর চট্টগ্রাম অবস্থিত। আরও 

JOCL Job Circular 2025

আপনি যদি  যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এ আবেদন করতে চান তাহলে আপনাকে   পদের নাম, আবেদনের শেষ তারিখ,  শিক্ষা যোগ্যতা, চাকরির ধরন, লিঙ্গ,  বয়সের সময় সীমা,  বেতন স্কেল,  আবেদন পদ্ধতি,  ইত্যাদি বিষয় সম্পের্কে জানতে হবে। নিচে  চাকরির সংক্ষপ্তি বিবরণী দেওয়া হলোঃ

সংস্থার নামঃ যমুনা অয়েল কোম্পানি লিমিটড
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০২৫।
আবেদন শুরুর তারিখঃ অন-লাইনে আবেদনপত্র ও জমা জমা শুরু: ২৯/০১/২০২৫, সময়: সকাল- ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখঃ অন-লাইনে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ: ২৭/০২/২০২৫, সময়: বিকাল ০৫:০০ টা।
মোট পদ সংখ্যাঃ ৩০টি
চাকরির  ধরনঃ বিজ্ঞপ্তিতে দেখুন
বেতন স্কেলঃ বিজ্ঞপ্তিতে দেখুন
চাকরির ধরনঃ সরকরি চাকরি
আবেদন পদ্ধতি: প্রার্থীগণকে http://jocl.teletalk.com.bd এই ওয়েব সাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।

JOCL Job Summary

চাকরির সংক্ষিপ্ত বিবরণীঃ
সংস্থার নাম যমুনা অয়েল কোম্পানি লিমিটেড
পদের নাম বিভিন্ন পদে
আবেদন শুরুর তারিখ অন-লাইনে আবেদনপত্র ও জমা জমা শুরু: ২৯/০১/২০২৫, সময়: সকাল- ১০:০০ টা।
আবেদনের  শেষ তারিখ অন-লাইনে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ: ২৭/০২/২০২৫, সময়: বিকাল ০৫:০০ টা।
শিক্ষাগত যোগ্যতা নিচে দেখুন
চাকরির ধরন সরকারি চাকরি।
লিঙ্গ ছেলে ও মেয়ে উভয়।
বয়স ১৮-৩২ বছর।
আবেদন পদ্ধতি প্রার্থীগণকে http://jocl.teletalk.com.bd এই ওয়েব সাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।
অভিজ্ঞতা বিজ্ঞপ্তিতে দেখুন।
বেতন স্কেল বিজ্ঞপ্তিতে দেখুন।
অন্যান্য সুবিধা বিজ্ঞপ্তিতে দেখুন।
অফিসিয়াল ওয়েবসাইট https://jamunaoil.gov.bd/

সুতরাং, আপনি যদি JOCL Job Circular 2025  আবেদনের জন্য একজন আগ্রাহী প্রাথী হয়ে থাকেন তাহলে। আর দেরি না করে দ্রুতই আবেদন করে ফেলুন।

  বিজ্ঞপ্তির ছবি হতে নিয়োগ তথ্য 

JOCL Job Circular 2025

JOCL Job Circular 2025

 

JOCL Job Circular 2025

JOCL Job Circular 2025
JOCL Job Circular 2025

উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অন-লাইনে আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন
 এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান পদ্ধতি:
অন-লাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী ডাউনলোড পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি ইউজার আইডি নম্বর দেয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ সর্বমোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।

প্রথম SMS:

JOCL <space> User ID লিখে 16222 নম্বরে সেন্ড করলে ১টি পিন নম্বর পাওয়া যাবে।

দ্বিতীয় SMS:

JOCL <space> Yes <space> PIN লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে ।

৩। নিয়োগের ক্ষেত্রে “বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অঙ্গ প্রতিষ্ঠান/আওতাধীন কোম্পানিসমূহের কর্মকর্তাদের নিয়োগ নীতিমালা-২০২৪” এর “তফসিল-ক” অনুসরণ করা হবে।

৪। লিখিত ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

৫। একজন প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কেবলমাত্র ০১ (এক) টি পদের বিপরীতে দরখাস্ত করতে পারবেন। একই পদের জন্য একাধিক দরখাস্ত বা একই ব্যক্তি একাধিক পদের জন্য দরখাস্ত করলে সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।

৬। জিপিএ/সিজিপিএ-তে ফলাফল প্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিভাগ/ শ্রেণী নির্ধারণের ক্ষেত্রে এতদ্ববিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত পরিপত্র অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোন পর্যায়ে ৩য় বিভাগ/ শ্রেণী/ বা সমপর্যায়ের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এছাড়া Appeared প্রার্থীগণ আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন না।

৭। যে সকল পদের বিপরীতে যত বছর এবং যে বিষয়ের উপর অভিজ্ঞতা চাওয়া হয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তানুযায়ী হতে হবে। কোন পদের বিপরীতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত ডিগ্রী প্রাপ্তির পূর্বে শিক্ষাকালীন সময়ের কোন চাকুরির অভিজ্ঞতা ঐ পদের জন্য সংশ্লিষ্ট অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে না।

৮। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা পাবলিক বা ইউজিসি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সম্পন্ন করতে হবে। বিদেশি কলেজ বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রীর ক্ষেত্রে শিক্ষামন্ত্রণালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে সমতুল্য সনদ দাখিল করতে হবে।

০৯। প্রার্থীর বয়স যে মাসে নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশিত হবে উক্ত মাসের ১ম তারিখ আবেদনকারীর নির্ধারিত বয়স হিসাব করতে হবে। এছাড়া, পদ ভিত্তিক সর্বোচ্চ বয়স উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রযোজ্য হবে মর্মে আলোচনা হয় ।

১০। সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থায় চাকুরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের উক্ত অনুমতি পত্র প্রদর্শন করতে হবে।

১১। অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত দরখাস্ত ও নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।

১২। বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল পদের ক্ষেত্রে কম্পিউটারে এমএস অফিস (ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট) জানা থাকতে হবে।

১৩। নিয়োগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

১৪। লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে ও যমুনা অয়েল কোম্পানী লিমিটেড এর ওয়েব সাইট হতে জানা যাবে৷ ১৫। কোন প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোন তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৬। বিজ্ঞপ্তিতে উল্লেখিত জুনিয়র অফিসার পদসমূহের ক্ষেত্রে সরকারি বিধি-বিধান অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর।

১৭। প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনপত্রের রঙ্গিন প্রিন্টেড কপি, সদ্যতোলা ০৩ (তিন) কপি রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট, মার্কশীট/ ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র (এনআইডি/স্মার্ট কার্ড) উপস্থাপন করতে হবে। বর্ণিত দলিলাদির একসেট ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়ন পূর্বক দাখিল করতে হবে।
১৮। প্রার্থীগণকে চূড়ান্ত নিয়োগ লাভের পূর্বে ড্রপ টেস্ট স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

১৯। নিয়োগকারী কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন সময়ে প্রয়োজনবোধে এ নিয়োগ কার্যক্রম / প্রক্রিয়া আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন, বাতিল এবং প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

২০। ০৪নং এবং ২০নং পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় কম্পিউটার সায়েন্স অর্থে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রযোজ্য হবে।

6dfbfb033c

 প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট পেতে ভিজিট করুনBD GOVT JOB .INFO সরকারি চাকরির সকল তথ্য।  আমরা বিভিন্ন ক্যাটাগরির চাকরির বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। যেমন: Government Jobs, Private Jobs, Bank Jobs, NGO Jobs, Company Jobs, Medical Jobs, Pharmaceuticals Jobs, Police Jobs, Air Force Jobs, Army Jobs, Navy Jobs, Ansar Jobs, Fire Service & Civil Defense Jobs, SSC Pass Jobs, HSC Pass Jobs, Degree Pass Jobs, University Jobs, Engineering Jobs ইত্যাদি।   ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *