Central Police Hospital CPH Job Circular – কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল।
Central Police Hospital CPH Job Circular, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) চাকরি প্রাথীদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আপনি যদি কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা আমাদের ওয়েবসাইটে নিয়মিত চলমান চাকরির বিজ্ঞপ্তি সমূহ প্রকাশ করে থাকি । আপনি যদি উক্ত চাকরির জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারেন । আমরা নিচে এই চাকরি সম্পর্কিত সকল তথ্য বিস্তারিত ভাবে তুলে ধরেছি। আপনি যদি তা ভালো ভাবে পড়েন তাহলে সহজেই আবেদন করতে পারেন, ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন চাকরির তথ্য পেতে ভিজিট করুন – BD Govt Job Info
Contents
Central Police Hospital About Organization
সংস্থা সম্পর্কে কিছু তথ্য |
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল বা সিপিএইচ বাংলাদেশের ঢাকার রাজারবাগে অবস্থিত একটি হাসপাতাল। সিপিএইচ বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় হাসপাতাল। এটি ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়। আইজিপি বেনজীর আহমেদের আমলে, এই হাসপাতালটি ৫০০শয্যায় এবং ১৯৯৭-২০০৫ সালে ৭০ থেকে ২৫০ শয্যায় উন্নীত হয়। এটি ফকিরাপুল মোড়ে এবং রাজারবাগ পুলিশ লাইনের পাশে অবস্থিত। ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার এই হাসপাতালের পরিচালক। আরও |
Central Police Hospital Job Summary
আপনি যদি কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) এ চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই পদের নাম, আবেদনের শেষ তারিখ, শিক্ষা যোগ্যতা, চাকরির ধরন, লিঙ্গ, বয়সের সময় সীমা, বেতন স্কেল, আবেদন পদ্ধতি, ইত্যাদি বিষয় সম্পের্কে জানতে হবে। নিচে চাকরির সংক্ষপ্তি বিবরণী দেওয়া হলোঃ
সংস্থার নামঃ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ)।
পদের নামঃ বিভিন্ন পদে নিচে দেখুন।
আবেদন শুরুর তারিখঃ (i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০২/১২/২০২৪ খ্রিষ্টাব্দ সকাল ১০:০০ ঘটিকা।
আবেদনের শেষ তারিখঃ (ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৩১/১২/২০২৪ খ্রিষ্টাব্দ বিকাল ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
মোট পদ সংখ্যাঃ ২৯টি।
চাকরির ধরনঃ নিচে বিজ্ঞপ্তিতে দেখুন
বেতন স্কেলঃ বিজ্ঞপ্তিতে দেখুন
চাকরির ধরনঃ সরকারি চাকরি
আবেদন পদ্ধতি: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bpatc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
Central Police Hospital Job Circular Image
চাকরির সংক্ষিপ্ত বিবরণীঃ | |
সংস্থার নাম | কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ)। |
পদের নাম | মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি)
১২ (বার) (অস্থায়ী পদ: বছর বছর সংরক্ষণের ভিত্তি কম্পাউন্ডার ০৫ (পাঁচ) স্থায়ী পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি ১২ (বার) (অস্থায়ী পদ: বছর সংরক্ষণের ভিত্তিতে) |
আবেদন শুরুর তারিখ | (i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০২/১২/২০২৪ খ্রিষ্টাব্দ সকাল ১০:০০ ঘটিকা। |
আবেদন শেষের তারিখ | (ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৩১/১২/২০২৪ খ্রিষ্টাব্দ বিকাল ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। |
শিক্ষাগত যোগ্যতা | বিজ্ঞপ্তিতে দেখুন। |
চাকরির ধরন | সরকারি চাকরি। |
লিঙ্গ | ছেলে ও মেয়ে উভয়। |
বয়স | ১৮-৩০ বছর। |
আবেদন পদ্ধতি | পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://cph.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। |
অভিজ্ঞতা | বিজ্ঞপ্তিতে দেখুন। |
বেতন স্কেল | বিজ্ঞপ্তিতে দেখুন। |
অন্যান্য সুবিধা | বিজ্ঞপ্তিতে দেখুন। |
অফিসিয়াল ওয়েবসাইট | https://cph.police.gov.bd/ |
সুতরাং, আপনি যদি Central Police Hospital এ আবেদনের জন্য একজন আগ্রাহী প্রাথী হয়ে থাকেন তাহলে। আর দেরি না করে দ্রুতই আবেদন করে ফেলুন।
নিয়োগ বিজ্ঞপ্তির ছবি হতে নিয়োগ তথ্য |
নিয়োগ বিজ্ঞপ্তি
ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, যশোর, কুষ্টিয়া, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, রংপুর ও কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালের নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীদের নিকট হতে http://cph.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি)
১২ (বার) (অস্থায়ী পদ: বছর বছর সংরক্ষণের ভিত্তি
কম্পাউন্ডার
০৫ (পাঁচ) স্থায়ী পদ
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি
১২ (বার) (অস্থায়ী পদ: বছর সংরক্ষণের ভিত্তিতে)
SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) ও কম্পাউন্ডার পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৩৫/- টাকাসহ মোট ৩৩৫/- (তিনশত পঁয়ত্রিশ) টাকা এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ২৩/- টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”
SMS প্রেরণের নিয়মাবলি:
প্রথম SMS : CPH<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: CPH ABCDEF & send to 16222
Reply: Applicant’s Name, TK-335 / 223 will be charged as an application fee. Your PIN is 12345678. To pay the fee Type CPH <Space>Yes<space>PIN and send it to 16222. দ্বিতীয় SMS: CPH<space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: CPH Yes 12345678 & send to 16222
Reply: Congratulations! The applicant’s Name and payment were completed successfully for the CPH Application for (post name). The User ID is (ABCDEF), and the password is (xxxxxxxx).
Central Police Hospital Job Circular Apply Online
প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট পেতে ভিজিট করুন– BD GOVT JOB .INFO সরকারি চাকরির সকল তথ্য। আমরা বিভিন্ন ক্যাটাগরির চাকরির বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। যেমন: Government Jobs, Private Jobs, Bank Jobs, NGO Jobs, Company Jobs, Medical Jobs, Pharmaceuticals Jobs, Police Jobs, Air Force Jobs, Army Jobs, Navy Jobs, Ansar Jobs, Fire Service & Civil Defense Jobs, SSC Pass Jobs, HSC Pass Jobs, Degree Pass Jobs, University Jobs, Engineering Jobs ইত্যাদি। ধন্যবাদ