BSTI Job Circular 2024 – বি এস টি আই নিয়োগ বিজ্ঞপ্তি।
BSTI Job Circular 2024, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চাকরি প্রাথীদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আপনি যদি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা আমাদের ওয়েবসাইটে নিয়মিত চলমান চাকরির বিজ্ঞপ্তি সমূহ প্রকাশ করে থাকি । আপনি যদি উক্ত চাকরির জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারেন । আমরা নিচে এই চাকরি সম্পর্কিত সকল তথ্য বিস্তারিত ভাবে তুলে ধরেছি। আপনি যদি তা ভালো ভাবে পড়েন তাহলে সহজেই আবেদন করতে পারেন, ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন চাকরির তথ্য পেতে ভিজিট করুন – BD Govt Job Info
Contents
BSTI About Organization
সংস্থা সম্পর্কে কিছু তথ্য |
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত সরকারী সংস্থা, যা সেবা, পণ্য, ওজন এবং পরিমাপের মান নিয়ন্ত্রণ করতে এবং বাংলাদেশে ইউনিটের আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণের প্রচারের জন্য প্রতিষ্ঠিত। বাংলাদেশ সরকারের মূল কর্মক্ষমতা সূচক (KPI)। আরও |
BSTI Job Summary
আপনি যদি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই পদের নাম, আবেদনের শেষ তারিখ, শিক্ষা যোগ্যতা, চাকরির ধরন, লিঙ্গ, বয়সের সময় সীমা, বেতন স্কেল, আবেদন পদ্ধতি, ইত্যাদি বিষয় সম্পের্কে জানতে হবে। নিচে চাকরির সংক্ষপ্তি বিবরণী দেওয়া হলোঃ
সংস্থার নামঃ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
পদের নামঃ বিভিন্ন পদে নিচে দেখুন।
আবেদন শুরুর তারিখঃ Online আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১-১২-২০২৪খ্রি. সকাল ১০:০০ ঘটিকা।
আবেদনের শেষ তারিখঃ Online আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ৩১-১২-২০২৪, বিকাল: ০৫:০০ ঘটিকা।
মোট পদ সংখ্যাঃ ৯৭টি।
চাকরির ধরনঃ নিচে বিজ্ঞপ্তিতে দেখুন
বেতন স্কেলঃ বিজ্ঞপ্তিতে দেখুন
চাকরির ধরনঃ সরকারি চাকরি
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীগণকে http://bsti.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
BSTI Job Circular Image
চাকরির সংক্ষিপ্ত বিবরণীঃ | |
সংস্থার নাম | বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) |
পদের নাম | বিভিন্ন পদে নিচে দেখুন। |
আবেদন শুরুর তারিখ | Online আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়:০১-১২-২০২৪খ্রি. সকাল ১০:০০ ঘটিকা। |
আবেদন শেষের তারিখ | Online আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ৩১-১২-২০২৪, বিকাল: ০৫:০০ ঘটিকা। |
শিক্ষাগত যোগ্যতা | বিজ্ঞপ্তিতে দেখুন। |
চাকরির ধরন | সরকারি চাকরি। |
লিঙ্গ | ছেলে ও মেয়ে উভয়। |
বয়স | ১৮-৩০ বছর। |
আবেদন পদ্ধতি | আগ্রহী প্রার্থীগণকে http://bsti.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। |
অভিজ্ঞতা | বিজ্ঞপ্তিতে দেখুন। |
বেতন স্কেল | বিজ্ঞপ্তিতে দেখুন। |
অন্যান্য সুবিধা | বিজ্ঞপ্তিতে দেখুন। |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.bsti.gov.bd/ |
সুতরাং, আপনি যদি BSTI এ আবেদনের জন্য একজন আগ্রাহী প্রাথী হয়ে থাকেন তাহলে। আর দেরি না করে দ্রুতই আবেদন করে ফেলুন।
নিয়োগ বিজ্ঞপ্তির ছবি হতে নিয়োগ তথ্য |
BSTI Job Circular Apply Online
অনলাইনে আবেদনপত্র পুরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:
(ক) আগ্রহী প্রার্থীগণকে http://bsti.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
i. Online আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১-১২-২৪খ্রি. সকাল ১০:০০ ঘটিকা।
ii. Online আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ৩১-১২-২০২৪, বিকাল ০৫:০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User Id প্রাপ্ত প্রার্থীগণ Online -এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100kb ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60kb হতে হবে।
(গ) Online আবেদনে পুরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online -এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) Online -এ আবেদনের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online -এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা / ঘষা মাজা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s Copy তে একটি User ID দেওয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে ১-১২ নং ক্রমিকের বর্ণিত পদসমূহের জন্য পরীক্ষার ফি বাবদ ৬০০/- (ছয়শত) টাকা এবং অনলাইন ফি বাবদ ৬৯/- (ঊনসত্তর) টাকা অফেরতযোগ্য অর্থাৎ মোট ৬৬৯/- (ছয়শত ঊনসত্তর) টাকা এবং ১৩ নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা এবং অনলাইন ফি বাবাদ ৫৮/- (আটান্ন) টাকা অফেরতযোগ্য অর্থাৎ মোট ৫৫৮/- (পাঁচশত আটান্ন) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online -এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
SMS এর নিয়মাবলী
প্রথম SMS BSTI<space>User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।
Example: BSTI ABCDEF Reply: Applicant’s Name. Tk. 223/112 will be charged as application fee.
Your PIN is XXXXXXXXXXX. To pay fee Type BSTI<space>Yes<space>PIN and send to 16222
ii. SMS BSTI <space> Yes <space> PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example: BSTI Yes XXXXXXXXXX Reply: Congratulations Applicant’s Name, Payment completed successfully for BSTI Application for post XXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXX).
প্রার্থী কর্তৃক দ্বিতীয় SMS প্রেরণের পর তিনি ফিরতি SMS এ Password পাবেন। এই Password, Admit Card (প্রবেশপত্র) Download এর জন্য প্রার্থীকে সংরক্ষণ করতে হবে।
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bsti.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা বিএসটিআই কার্যালয়ের website: www.bsti.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার
করতে পারবেন।
User ID জানা থাকলে: BSTI <space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: BSTI Help User ABCDEF & Send to 16222.
PIN Number জানা থাকলে: BSTI<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222. Example: BSTI Help PIN 12345678 & send to 16222
প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট পেতে ভিজিট করুন– BD GOVT JOB .INFO সরকারি চাকরির সকল তথ্য। আমরা বিভিন্ন ক্যাটাগরির চাকরির বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। যেমন: Government Jobs, Private Jobs, Bank Jobs, NGO Jobs, Company Jobs, Medical Jobs, Pharmaceuticals Jobs, Police Jobs, Air Force Jobs, Army Jobs, Navy Jobs, Ansar Jobs, Fire Service & Civil Defense Jobs, SSC Pass Jobs, HSC Pass Jobs, Degree Pass Jobs, University Jobs, Engineering Jobs ইত্যাদি। ধন্যবাদ