Sunday, February 16, 2025
All JobsBank JobsGovernment JobsNGO JobsPrivate JobsUncategorized

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ – BREB Job Circular 2024

BREB Job Circular 2024 বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চাকরি প্রাথীদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আপনি যদি  বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা আমাদের ওয়েবসাইটে  নিয়মিত চলমান চাকরির বিজ্ঞপ্তি সমূহ প্রকাশ করে থাকি । আপনি যদি উক্ত চাকরির  জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে  আবেদন করতে পারেন ।  আমরা নিচে এই চাকরি  সম্পর্কিত  সকল তথ্য বিস্তারিত ভাবে তুলে ধরেছি। আপনি যদি তা ভালো ভাবে পড়েন তাহলে সহজেই আবেদন করতে পারেন, ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন  চাকরির তথ্য  পেতে ভিজিট করুন  –  BD Govt Job Info 

BREB Job Circular 2024

সংস্থা সম্পর্কে কিছু তথ্য

বাংলাদশে পাওয়ার ডেভেলেপমন্টে র্বোড (বপিডিবি)ি গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সরকাররে বদ্যিুৎ, জ্বালানি ও খনজি সম্পদ মন্ত্রণালয়রে অধীনে কাজ করে এমন একটি সরকারি সংস্থা। ১৯৭২ সালে স্বাধীন রাষ্ট্র হসিবেে বাংলাদশেরে অভ্যুদয়রে পর দশেরে বদ্যিুৎ খাতকে বাড়ানোর জন্য এটি একটি সরকার-িখাতরে সংস্থা হসিাবে তরৈি করা হয়ছেলি। এই সরকারী সংস্থাটি দশেরে বদ্যিুৎ অবকাঠামো পরকিল্পনা ও উন্নয়ন এবং এর বশেরিভাগ বদ্যিুৎ উৎপাদন সুবধিাগুলি পরচিালনার জন্য দায়ী। বপিডিবিি প্রধানত দশেরে শহরাঞ্চলে বদ্যিুৎ উৎপাদন ও বতিরণরে প্রধান অংশরে জন্য দায়ী।

ইঞ্জনিয়ার র্বোডরে র্বতমান চেয়ারম্যান মোঃ রজোউল করমি। র্বোডে বাংলাদশে প্রশাসনকি পরষিবো এবং সরকারি পরষিবোর বভিন্নি ক্যাডার থকেে সদস্য এবং পরচিালক রয়ছে।  আরও 

BREB Job Circular 2024

আপনি যদি  বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড   এ আবেদন করতে চান তাহলে আপনাকে   পদের নাম, আবেদনের শেষ তারিখ,  শিক্ষা যোগ্যতা, চাকরির ধরন, লিঙ্গ,  বয়সের সময় সীমা,  বেতন স্কেল,  আবেদন পদ্ধতি,  ইত্যাদি বিষয় সম্পের্কে জানতে হবে। নিচে  চাকরির সংক্ষপ্তি বিবরণী দেওয়া হলোঃ

সংস্থার নামঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
 বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর ২০২৪।
আবেদন শুরুর তারিখঃ  ২৮ অক্টোবর ও  ০৭ নভেম্বর ২০২৪ইং। 
আবেদনের শেষ তারিখঃ ১৭, ২৭ ও  ৩১ নভেম্বর ২০২৪ ।
মোট পদ সংখ্যাঃ ৬০।
চাকরির  ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ বিজ্ঞপ্তিতে দেখুন
চাকরির ধরনঃ সরকরি চাকরি
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যেমে।

BREB Job Circular 2024

চাকরির সংক্ষিপ্ত বিবরণীঃ
সংস্থার নাম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ।
পদের নাম প্রকৌশলী
প্রকাশের তারিখ ২৮ অক্টোবর ও  ০৭ নভেম্বর ২০২৪ইং। 
আবেদনের  শেষ তারিখ ১৭, ২৭ ও  ৩১ নভেম্বর ২০২৪ ।
শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি, ডিগ্রি
চাকরির ধরন সরকারি চাকরি।
লিঙ্গ ছেলে ও মেয়ে।
বয়স ১৮-৩০ বছর।
আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যেম।
অভিজ্ঞতা বিজ্ঞপ্তিতে দেখুন।
বেতন স্কেল বিজ্ঞপ্তিতে দেখুন।
অন্যান্য সুবিধা বিজ্ঞপ্তিতে দেখুন।
অফিসিয়াল ওয়েবসাইট https://architecture.gov.bd/

সুতরাং, আপনি যদি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়  আবেদনের জন্য একজন আগ্রাহী প্রাথী হয়ে থাকেন তাহলে। আর দেরি না করে দ্রুতই আবেদন করে ফেলুন।

 বাংলাদেশ পল্লী বিদ্যুত বিজ্ঞপ্তি ছবি হতে নিয়োগ তথ্য 

১। সহকারী সচিব/সহকারী- ১৬ (ষোল)টি, (গ্রেড-০৯), অনূর্ধ্ব ৩০ বংসর (১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায়
পরিচালক (প্রশাসন) প্রশাসন বা বিজ্ঞান অনুষদভুক্ত যে কোন বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের  সিজিপিএতে স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ (চার) বৎসর মেয়াদি অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) ডিগ্রি এবং ২ কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

২। ফিল্ড গবেষণা কর্মকর্তা: | ১(এক)টি, (গ্রেড-০৯), অনূর্ধ্ব ৩০ বৎসর (১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি বা পরিসংখানে প্রথম শ্রেণি বা
সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের
 সিজিপিএ-তে স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ (চার) বৎসর মেয়াদি অন্যুন দ্বিতীয় শ্রেণি বা
সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রি; এবং ২) কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

৩। সহকারী প্রোগ্রামার: ১(এক)টি, (গ্রেড-০৯), অনূর্ধ্ব ৩০ বৎসর ১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশলী  বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে 8 (চার) বৎসর মেয়াদিদ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিশ্রি;

২) কোন স্বীকৃত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য;
৩) কম্পিউটার প্রোগ্রামিং এর স্ট্যান্ডার্ড আ্যাপটিচ্যুড টেস্টে উত্তীর্ণ; এবং
৪) কম্পিউটার সিষ্টেম এনালাইসিসে দক্ষতা।

৪। সহকারী জিআইএস: ২ (দুই)টি, (গ্রেড-০৯), ১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিষ্টেমস্পেশালিষ্ট (জিআইএস), নগর ও অঞ্চল পরিকল্পনা, নগর ও গ্রাম পরিকল্পনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং,  কম্পিউটার প্রকৌশল বা ভূগোলে স্নাতক (সম্মান) ডিগ্রি; এবং ২) কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

৫। টেবুলেটর: ২ (দুই)টি, (গেড-১০),  অনুর্ধ্ব ৩০ বংসর ১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যানে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ (চার) বৎসর মেয়াদি  অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রি; এবং ২) কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএগ্রহণযোগ্য নয়।

৬। পরিদর্শক (বন/প্লান্ট): ১(এক)টি, (গ্রেড-১০) অনূর্ধ্ব ৩০ বংসর কোন স্বীকৃত ইনষ্টিটিউট হইতে উড-ওয়ার্কিং বা বন প্রযুক্তিবিদ্যায় ডিপ্লোমা। অথবা  কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা বা উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতকসহ সংশ্লিষ্ট কাজে অন্যুন ২ (দুই) বৎসরের বাস্তব
অভিজ্ঞতা

৭। হিসাবরক্ষক: ১০ (দশ)টি অনূর্ধ্ব ৩০ বৎসর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোন বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ (চার) বৎসর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (গেড-১২) (সম্মান) ডিগ্রি।

৮। সহকারী হিসাবরক্ষক: ০৫ (পাঁচ)টি, (গ্রেড-১৩), অনুর্ধ্ব ৩০ বৎসর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোন বিষয়ে দ্বিতীয়
৮১১০০০-২৬৫৯০/- শ্রেণির স্নাতক ডিগ্রি।

৯। ল্যাবরেটরী উবানাদযান :  (শ্রেড-১৩) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে উদ্ভিদবিদ্যা, বনবিদ্যা বা রসায়নে| স্নাতক ডিগ্রি।

১০ ৷ ওয়্যারলেস টেকনিশিয়ান: ০৩ (তিন)টি, (গ্রেড-১৪) অনূর্ধ্ব ৪০ বৎসর ১) কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা ওয়্যারলেস মেকানিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ; এবং২) সরকারী বা স্বায়ত্তশাসিত কোন প্রতিষ্ঠান, টেলিফোন সংস্থা, মোবাইল ফোন অপারেটরে সলিড পটে ট্রাগ্সমিটার ও রিসিভার মেরামত সংক্রান্ত কাজে অন্যুন ৫ (পাচ) বৎসরের অভিজ্ঞতা।

১১৷ উচ্চমান সহকারী:  ১(এক)টি, (গ্রেড-১৪) অনূর্ধ্ব ৩০ বৎসর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে  স্নাতক ডিগ্রি।

১২ ৷ ক্যাশিয়ার : ১(এক)টি, (গ্রেড-১৪) অনুর্ধ্ব ৩০ বংসর ১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণী বা সমমানের– ‘সিজিপিএতে স্নাতক ডিগ্রি; এবং  ২) সরকার কর্তৃক বিধি মোতাবেক নির্ধারিত (যদি থাকে) জামানত প্রদান করিতে হইবে।

১৩। ড্রাফটসম্যান: গ্রেড ০৪ (চার) টি অনুর্ধ্ব ৩০ বৎসর ১) কোন স্বীকৃত ইনষ্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)
 (ভোকেশনাল) পাস; এবং (শ  ২) 1০ ০/4 বা অনুরূপ কোন প্রোগ্রামে নকশা প্রণয়নের বাস্তব অভিজ্ঞতা।

১৪ ৷ কম্পিউটার মুদ্রাক্ষরিক:0৭ (সাত)টি অনুর্ধ্ব ৩০ বৎসর ১) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যুন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে |
কাম-অফিস সহকারী উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
৮ ৯৩০০-২২৪৯০/- ২) কম্পিউটার ব্যবহারের দক্ষতা; এবং
(গ্রেড-১৬) ৩) কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ শব্দ থাকতে হবে।

১৫। সোলার ইঙ্গপেক্টর ০৪ (চার)টি: অনূর্ধ্ব ৩০ বংসর কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)৮ ৯৩০০-২২৪৯০/- (ভোকেশনাল)সহ জেনারেল ইলেকট্রিশিয়ান এ দ্বিতীয় শ্রেণী বা সমমানের (থ্রেড-১৬) সিজিপিএ-তে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) (ভোকেশনাল) পাশ।

 প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট পেতে ভিজিট করুনBD GOVT JOB .INFO সরকারি চাকরির সকল তথ্য।  আমরা বিভিন্ন ক্যাটাগরির চাকরির বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। যেমন: Government Jobs, Private Jobs, Bank Jobs, NGO Jobs, Company Jobs, Medical Jobs, Pharmaceuticals Jobs, Police Jobs, Air Force Jobs, Army Jobs, Navy Jobs, Ansar Jobs, Fire Service & Civil Defense Jobs, SSC Pass Jobs, HSC Pass Jobs, Degree Pass Jobs, University Jobs, Engineering Jobs ইত্যাদি।   ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *