Monday, March 17, 2025
All JobsDefense Jobs

Bangladesh Police Constable Job 2025 | বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ

বাংলাদেশ পুলিশে নতুন চাকরি প্রর্থীদের জন্য সুখবর, Bangladesh Police Constable পদে নিয়োগের জন্য গত ২৭শে ফেব্রুয়ারি তারিখে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুয়ায়ী পুলিশ কনস্টেবল পদে পুরুষ ও নারী উভই আবেদন করতে পারবেন। আপনি যদি বাংলাদেশ পুলিশ কনস্টেবল (Bangladesh Police Constable)  এ আবেদন করতে চান তাহলে আপনাকে  পদের নাম, আবেদনের শেষ তারিখ,  শিক্ষা যোগ্যতা, চাকরির ধরন, লিঙ্গ,  বয়সের সময় সীমা,  বেতন স্কেল,  আবেদন পদ্ধতি,  ইত্যাদি বিষয় সম্পের্কে জানতে হবে। তাই নিচের পোস্টটি ভালো করে পড়ুন। প্রতিদিন নতুন নতুন  চাকরির তথ্য  পেতে ভিজিট করুন  –  BD Govt Job Info 

Bangladesh Police Constable Job Circular 

বাংলাদেশ পুলিশ কনস্টেবল (Bangladesh Police Constable) পদে লোক নিয়োগ করা হবে। অগ্রাহী পুরুষ ও নারী প্রার্থীগণ Police.teletalk.com.bd এই ওয়েবসাইটে ভিজিট করে অনলােইনের মাধ্যমে আবেদন ফরম পূরণ করে আবেদন করতে পারেন। অগ্রাহী পুরুষ ও নারী প্রার্থীগণ অনলাইনে আবেদন করার সময়সীমা হলো ০৩রা মার্চ ২০২৫ ইং সকাল ১০ ঘটিকা হইতে ১৮ই মার্চ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত।

Bangladesh Police Constable Documents

প্রার্থীকে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা নিচে দেওয়া হলো-

  • ১) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
  • ২) শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রশংসাপত্র।
  • ৩) পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
  • ৪) অভিজ্ঞতা সনদপত্র ।
  • ৫) জন্ম নিবন্ধন সত্যায়িত।
  • ৬) নাগরিক সনদপত্র সত্যায়িত।
  • ৭) চারিত্রিক সনদপত্র সত্যায়িত।
  • ৮) অভিভাবক সম্মতিপত্র সত্যায়িত।

Bangladesh Police Constable Qualification

বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদনের যোগ্যতা- 

বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবদনের ক্ষেত্রে যদি সাধারণ প্রার্থী  বা  ক্ষুদ্র নিগোষ্ঠী কোর্টাে উভয় ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছর হতে হবে।  উচ্চতার ক্ষেত্রে প্রার্থীকে সাধারণ কোর্টায় ৫ ফুট ৬ ইঞ্চি, মুক্তিযোদ্ধা কোর্টায় ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী কোর্টায় ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। 

Bangladesh Police Constable Job Summary

চাকরির সংক্ষিপ্ত বিবরণীঃ
সংস্থার নাম বাংলাদেশ পুলিশ 
মোট পদ সংখ্যাঃ ০১
পদের নাম পুলিশ কনস্টেবল
আবেদন শুরুর তারিখ ৩রা মার্চ ২০২৫ইং
আবেদনের  শেষ তারিখ ১৮ই মার্চ ২০২৫ইং।
শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি, এইচ.এস.সি
চাকরির ধরন বিজ্ঞপ্তিতে দেখুন
লিঙ্গ মহিলা পুরুষ উভয়
বয়স ১৮-২০ বছর।
আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে
অভিজ্ঞতা বিজ্ঞপ্তিতে দেখুন।
বেতন স্কেল বিজ্ঞপ্তিতে দেখুন।
অন্যান্য সুবিধা বিজ্ঞপ্তিতে দেখুন।
অফিসিয়াল ওয়েবসাইট https://www.police.gov.bd/

 

সুতরাং, আপনি যদি বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে  (Police Constable Job Circular 2025)  আবেদনের জন্য একজন অগ্রাহী প্রাথী হয়ে থাকেন তাহলে। আর দেরি না করে দ্রুতই আবেদন করে ফেলুন।

  বিজ্ঞপ্তির ছবি হতে নিয়োগ তথ্য 

Bangladesh Police Constable Job Circular

Bangladesh Police Constable Job Circular

Bangladesh Police Constable Job Circular6dfbfb033c

Police Constable Job Circular  Apply Online

বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আনলাইনে আবেদনের পদ্ধতি-

  • http://police.teletalk.com.bd  ব্রাউজারের মাধ্যমে এই ওয়েবসাইটে ভিজিট করুন।
  • ভিজিট করার পর আবেদন ফর্ম ক্লিক করুন।
  • ক্লিক করার পর পদ নির্বাচন করুন।
  • পদ নির্বাচন করার পর পরবর্তী বাটনে ক্লিক করুন।
  • আবেদনপত্রে আপনার যাবতীয় বিবরণ দিন এবং পরবর্তী ধাপে ক্লিক করুন।
  • 300×300 পিক্সেল এর রঙিন ছবি এবং 30×60 পিক্সেল এর স্বাক্ষর আপলোড করুন।
  • আবেদনপত্র পূরণ করে আবেদন জমা দিন বাটনে ক্লিক করুন।

 

বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে অনলাইনে আবেদনের  করার পর পেমেন্ট করার নিয়ম-

প্রথম  এসএমএস- 

আপনার ফোনের এসএমএস অপশনে যান- আপনার আবেদন করার পর প্রাপ্ত ইউজার আইডি টাইপ করুন। এবং 16222 এই নম্বরে প্রেরণ করুন।

উদাহরণ: যদি আপনার ইউজার আইডি হয় ROMPLK তাহলে নিউ মেসেজ আপশনে টাইপ করুন- POLICE ROMPLK এবং 16222 নম্বরে প্রেরণ করুন।

প্রেরণ করার পর আপনার ফোনে একটি মেসেজ আসবে যাতে আবেদনকারীর নাম, উক্ত পদের জন্য আবেদন ফি এবং পিন নম্বর উল্লেখ থাকেবে ।

 

২য় এসএমএস-

টাইপ করুন: POLICE YES PIN Number দিয়ে 16222 নম্বরে পাঠান।

উদাহরণ: যদি আপনার পিন হয় 45494688 তাহলে টাইপ করুন POLICE YES 45494688 এবং 16222 নম্বরে প্রেরণ করুন।

Police Constable Job Circular  Admit 

এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন-
বাংলাদেশ পুলিশ কনস্টেবল এ আবেদকারীগণ Police.teletalk.com.bd ওয়েবসাইটে অথাৎ যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেছিলেন সে ওয়েবসাইটে ভিজিট করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ

প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট পেতে ভিজিট করুনBD GOVT JOB .INFO সরকারি চাকরির সকল তথ্য।  আমরা বিভিন্ন ক্যাটাগরির চাকরির বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। যেমন: Government Jobs, Private Jobs, Bank Jobs, NGO Jobs, Company Jobs, Medical Jobs, Pharmaceuticals Jobs, Police Jobs, Air Force Jobs, Army Jobs, Navy Jobs, Ansar Jobs, Fire Service & Civil Defense Jobs, SSC Pass Jobs, HSC Pass Jobs, Degree Pass Jobs, University Jobs, Engineering Jobs ইত্যাদি।   ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *