All DC Office Job Circular 2024- জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
All DC Office Job Circular 2024 সকল ডিসি আফিসে চাকরি প্রাথীদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আপনি যদি সকল ডিসি আফিস নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৫ খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা আমাদের ওয়েবসাইটে নিয়মিত চলমান চাকরির বিজ্ঞপ্তি সমূহ প্রকাশ করে থাকি । আপনি যদি উক্ত চাকরির জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারেন । আমরা নিচে এই চাকরি সম্পর্কিত সকল তথ্য বিস্তারিত ভাবে তুলে ধরেছি। আপনি যদি তা ভালো ভাবে পড়েন তাহলে সহজেই আবেদন করতে পারেন, ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন চাকরির তথ্য পেতে ভিজিট করুন – BD Govt Job Info
Contents
All DC Office Job Circular 2024
সংস্থা সম্পর্কে কিছু তথ্য |
জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট) হল একটি জেলার প্রধান প্রশাসনিক এবং রাজস্ব কর্মকর্তা বা একটি বিভাগের প্রশাসনিক উপ-ইউনিট। বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি অনুসারে, সরকার যতজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হওয়ার উপযুক্ত মনে করবে তাকে নিয়োগ করবে এবং তাদের মধ্যে একজনকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করবে। জেলা ম্যাজিস্ট্রেট শব্দটি ফৌজদারি কার্যবিধিতে জেলার প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট বোঝাতে ব্যবহৃত হয়। যাইহোক, 1960 সালের পর, জেলা প্রশাসকের মেয়াদ সারা দেশে প্রাধান্য পায়। বাংলাদেশ আমলের আগে বছরের প্রথম দিকে জেলা প্রশাসকের কার্যালয় অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজস্ব প্রশাসনের সাথে সংশ্লিষ্ট ছিল। তবে সময়ের সাথে সাথে জেলার সাধারণ মানুষের কল্যাণে অফিসটি ক্রমশই দখল হয়ে গেছে। জেলা প্রশাসক আইনশৃঙ্খলা, ভূমি প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সাধারণ ও স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে সরকারের একজন প্রতিনিধি। জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারের সাধারণ নির্দেশনা ও তত্ত্বাবধানে কাজ করেন। তারা মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকলেও তাদের পদায়ন ও বদলি জনপ্রশাসন মন্ত্রণালয় করে। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) এর সদস্যদের মধ্য থেকে জেলা প্রশাসক নিয়োগ করা হয়। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস নামে পরিচিত আরও |
All DC Office Job Circular 2024
আপনি যদি সকল ডিসি আফিসে এ আবেদন করতে চান তাহলে আপনাকে পদের নাম, আবেদনের শেষ তারিখ, শিক্ষা যোগ্যতা, চাকরির ধরন, লিঙ্গ, বয়সের সময় সীমা, বেতন স্কেল, আবেদন পদ্ধতি, ইত্যাদি বিষয় সম্পের্কে জানতে হবে। নিচে চাকরির সংক্ষপ্তি বিবরণী দেওয়া হলোঃ
সংস্থার নামঃ জেলা প্রশাসকের কার্যলয়
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ১৫ই নভেম্বর ২০২৪।
আবেদন শুরুর তারিখঃ ২০শে নভেম্বর ২০২৪ইং।
আবেদনের শেষ তারিখঃ ২২শে ডিসেম্বর ২০২৪ ।
মোট পদ সংখ্যাঃ ৬
চাকরির ধরনঃ বিজ্ঞপ্তিতে দেখুন
বেতন স্কেলঃ বিজ্ঞপ্তিতে দেখুন
চাকরির ধরনঃ সরকরি চাকরি
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যেমে।
All DC Office Job Circular 2024
চাকরির সংক্ষিপ্ত বিবরণীঃ | |
সংস্থার নাম | বাংলাদেশ ব্যাংক |
পদের নাম | বিজ্ঞপ্তিতে দেখুন |
প্রকাশের তারিখ | ২০শে নভেম্বর ২০২৪ইং। |
আবেদনের শেষ তারিখ | ২২শে ডিসেম্বর ২০২৪ । |
শিক্ষাগত যোগ্যতা | ডিগ্রি পাশ |
চাকরির ধরন | সরকারি চাকরি। |
লিঙ্গ | ছেলে ও মেয়ে। |
বয়স | ১৮-৩০ বছর। |
আবেদন পদ্ধতি | অনলাইনের মাধ্যেম। |
অভিজ্ঞতা | বিজ্ঞপ্তিতে দেখুন। |
বেতন স্কেল | বিজ্ঞপ্তিতে দেখুন। |
অন্যান্য সুবিধা | বিজ্ঞপ্তিতে দেখুন। |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.bb.org.bd/ |
সুতরাং, আপনি যদি All DC Office Job Circular 2024 এ আবেদনের জন্য একজন আগ্রাহী প্রাথী হয়ে থাকেন তাহলে। আর দেরি না করে দ্রুতই আবেদন করে ফেলুন।
বিজ্ঞপ্তির ছবি হতে নিয়োগ তথ্য |
কার্যালয়ের নাম জেলা প্রশাসকের পদের নাম পদের সংখ্যা:
কার্যালয় বগুড়া এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তা প্রহরী| ১৭(সতেরো) পরিচ্ছন্নতা কর্মী ০১ (এক)
শিক্ষাগত যোগ্যতা:
ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ৮২৫০-২০০১০ এবং (হেড-২০) খ) সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
টাকা ৮২৫০-২০০১০
(গ্রেড-২০)
ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
সার্কিট হাউজ, বগুড়া বেয়ারার ০২(দুই) নিরাপত্তা প্রহরী ০১ (এক), বাবুর্চি ০১ (এক), সহকারী বাবুর্চি ১ (এক)
ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
টাকা ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) রান্নার কাজে অন্যূন ০৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা।
টাকা | ৮২৫০-২০০১০ (গ্রেড-২০)
ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) রান্নার কাজে অন্যূন ০৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা।
অনলাইনে আবেদনপত্র পুরণ ও দাখিল সংক্রান্ত নিয়মাবলি/শর্তাবলি:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dcbogura.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে Online-এ আবেদন করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ :
।) Online-এ আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ২০/১১/২০১৪ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা।
।।) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ২২/12/2014 খ্রি. রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত।
।।।) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদন জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে যে কোনো teletalk Pre-paid মোবাইল নম্বর হতে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online-এ আবেদন ফরম পূরণের ক্ষেত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩00 pixel x প্রস্থ 300 pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য 300 pixel x প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
গ. Online-এ পূরণকৃত আবেদনের সকল তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন।
উ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান : Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র Submission করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview কপি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। যদি Applicant’s copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন কপি প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant’s copy-তে একটি User ID থাকবে এবং উল্লিখিত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো teletalk Pre-paid মোবাইল নম্বর হতে ০২ (দুই) টি SMS এর মাধ্যমে আবেদন ফি বাবদ ১০০.০০ (একশত) টাকা ও teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২.০০ (বারো) টাকাসহ মোট ১১২.০০ (একশত বারো) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
নিয়মাবলি :
প্রথম SMS: DCBOGURA<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: dcbogura ABCDEF send to 16222
Reply: Applicant’s Name Tk. 112/-Will be Charged as application fee, Your PIN 12345678. To pay fee Type dcbogura <space>YES<space> PIN and send to 16222.
| দ্বিতীয় SMS: DCBOGURA<space>YES<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: dcbogura YES 12345678 send to 16222
Reply: Congratulation Applicant’s Name, payment completed successfully for DCBOGURA Application for post xxxxxx User ID is (ABCDEF) and Password (XXXXXXXXXX).
দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি এসএমএস-এ Password পাবেন।
চ. Online-এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান কেন্দ্রের
নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থীর প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়
এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
জ. প্রবেশপত্র প্রদানের বিষয়টি http://dcbogura.teletalk.com.bd অথবা জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া’র তথ্য বাতায়ন
(www.bogra.gov.bd) এবং প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে।
ঝ. শুধুমাত্র teletalk Pre-paid মোবাইল নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলে DCBOGURA <space>Help<space>User<space>User ID send to 16222
Example: DCBOGURA Help User ABCDEF & Send to 16222.
(ii) PIN জানা থাকলে DCBOGURA <space>Help<space>PIN<space>PIN NO & send to 16222.
Example: DCBOGURA Help PIN 12345678 & Send to 16222.
৪. Online-এ আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ট. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বগুড়া জেলার ওয়েবপোর্টাল www.bogra.gov.bd এবং http://dcbogura.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd/dcbogura ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bogra.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
ঠ. Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা dcbogura@mopa.gov.bd ই-মেইল এ যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে (Mail/ মেসেজ এর subject – 4 Organization Name: DCBOGURA, Post Name: ***** Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
১৭. ডিক্লারেশন : প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
বি:দ্র: শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট পেতে ভিজিট করুন– BD GOVT JOB .INFO সরকারি চাকরির সকল তথ্য। আমরা বিভিন্ন ক্যাটাগরির চাকরির বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। যেমন: Government Jobs, Private Jobs, Bank Jobs, NGO Jobs, Company Jobs, Medical Jobs, Pharmaceuticals Jobs, Police Jobs, Air Force Jobs, Army Jobs, Navy Jobs, Ansar Jobs, Fire Service & Civil Defense Jobs, SSC Pass Jobs, HSC Pass Jobs, Degree Pass Jobs, University Jobs, Engineering Jobs ইত্যাদি। ধন্যবাদ